আগামীকাল ২০ এপ্রিল বাংলা একাডেমীর কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে স্বনামধন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বেগম রোকেয়া পদকে ভূষিত ডাঃ হালিদা হানুম আখতার এর “সম্ভ্রমযোদ্ধাঃ সেবাসদন ও একজন ডা. হালিদা” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
“সম্ভ্রমযোদ্ধাঃ সেবাসদন ও একজন ডা. হালিদা” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সকাল ১০.৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলবে।
“সম্ভ্রমযোদ্ধাঃ সেবাসদন ও একজন ডা. হালিদা” বইটি ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে নির্যাতিত নারীদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ১৯৭২ সালে স্থাপিত ‘সেবাসদন’ নিয়ে তাঁর স্মৃতিচারণ করবেন লেখক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বেগম রোকেয়া পদকে ভূষিত ডাঃ হালিদা হানুম আখতার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাএকাডেমীর মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা ।
একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ডাঃ হালিদা ছিলেন যুক্তরাষ্ট্রে।তৎকালীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে তিনি দেশে ফিরে এসে পরিবার পরিকল্পনা বিভাগে যোগদান করেন, অতঃপর স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশনায় প্রতিষ্ঠিত ধানমন্ডির ‘সেবাসদন’ এ নির্যাতিত নারীদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা দিতে শুরু করেন। এই বইটি ডাঃ হালিদার সেই অভিজ্ঞতার আলোকে লেখা। বইটিতে তিনি ওই সমস্ত নারীদের নির্যাতন ও মানসিক যন্ত্রণার বর্ণনা দিয়েছেন। অস্বাভাবিক পরিস্থিতিতে নির্যাতনের ফলে গর্ভধারণ করার সেই গর্ভস্থ সন্তানকে গর্ভপাত করা অথবা জীবিত জন্ম হলে তাকে কাছে না পাওয়ার যে কষ্ট সেটা তিনি তার বর্ণনায় তুলে এনেছেন।
স্বাধীনতা পরবর্তী সময়ে ডাঃ হালিদা ছিলেন সম্ভ্রম হারানো নারীদের এক আশ্রয়স্থল।তিনি ছিলেন অসহায়দের সহায় এবং সহায়ক পরিবেশ তৈরিতে বিশেষ দায়িত্বপ্রাপ্ত একজন তরুণ ডাক্তার। একজন গুণী চিকিৎসক তার তরুণ সময়ে এদেশে মুক্তির সংগ্রামে স্বাধীনতার সাধ পেতে জীবনের সেরা সম্পদ বিসর্জন দিয়েছেন যে নারীরা তাদের চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করে তিনিও যে ইতিহাসের ময়দানের গৌরবের জায়গা করে নিয়েছেন সেটাও নতুন প্রজন্ম জানতে পারবে তাঁর এ লেখায়।
সম্ভ্রমযোদ্ধাদের নিয়ে ডাঃ হালিদা এই বইটি লিখে এক বেদনাময় বাস্তব স্মৃতি রোমন্থন করেছেন। সম্ভ্রমযোদ্ধাদের তিনি বাঁচিয়ে রাখতে চেয়েছেন, যে যোদ্ধাদের কষ্টের কণ্টক মালা গাঁথতে চেয়েছেন তা ইতিহাসের দলিল হয়ে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে।
–নিউজ ডেস্ক