মিরসরাইয়ের করেরহাটে জয়পুর পূর্ব জোয়ার সরকারি প্রথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া , সাংস্কৃতিক প্রতিযোগিতা, বনোভাজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে সকাল ৯ টায় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পাঠ করা হয়, সাড়ে ৯ টায় ক্রীড়া অনুষ্ঠান, দুপুরে মধ্যভোজনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্রীড়া ১৮ টি ইভেন্ট, সাংস্কৃতিক ১০ টি ইভেন্ট, সর্বমোট ২৮ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিষ রায় ও সহকারী শিক্ষিকা আয়শা আক্তারের যৌথ সঞ্চালনায় উপজেলা সহকারী প্রথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফারুক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার এ.কে এম ফজললু হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাঈন উদ্দিন , রেজাউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, জয়পুর পূর্ব জোয়ার সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তরনী কুমার দে, সামাজসেবক আজিজুল হক, শিক্ষানুরাগী ওমর ফারুক, শিক্ষক শাহনেওয়াজ সুমন, সমাজসেবক ও শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন সাকিব, জয়পুর পূর্ব জোয়ার আংকুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাধব পাল, বাবুল , বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিষ রায়, সহকারী শিক্ষক অনুপম দাশ, আয়শা আক্তার, সাহেদা আক্তার সুমি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।