চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটির ট্রলারের নিখোঁজ ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মুন্সি বাড়ি ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।
পরে চাঁদপুর থেকে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শহীদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টায় রামপুর চর থেকে মাটিবোঝাই একটি ট্রলার বাগাদী হয়ে মৈশাদী এলাকায় যাচ্ছিল।
পথে বাগাদী মমিনপুর ডাকাতিয়া নদী অতিক্রমকালে বিপরীত থেকে আসা বালুবাহী বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১১ জন মাটি কাটার শ্রমিকের মধ্যে ৫ জনের মৃত্যু হয়। এদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহত শ্রমিকরা হলেন- মোবাকর হোসেন, মো. আজমল, নুরুল ইসলাম, আল আমিন ও নাজির। এদের বাড়ি কুমিল্লা মুরাদ নগর ও তিতাস এলাকার।
চাঁদপুর নৌ থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল জানান, এ ঘটনায় বাল্কহেডটি জব্দ করা হয়েছে এবং বাল্কহেড শ্রমিক আটক করা হয়েছে।
সূত্রঃ দেশরুপান্তর







