মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার কিছুক্ষণ আগ থেকে এ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এখনও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছুড়তে দেখা যায় পুলিশকে।
জানা যায়, সকাল ১১টায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে চন্দ্রিমা উদ্যানে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় উদ্যানের গেট বন্ধ এবং মাজারে অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ।
সূত্রঃ ইত্তেফাক