কাশ্মিরে মাত্র এক দিনের ব্যবধানে বিস্ফোরণে প্রাণ হারালো ২ শিশু। কাশ্মিরের দক্ষিণ রাজুরি জেলার ধাংরি গ্রামে সোমবার (২ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এতে আহত হন আরও ৫ জন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
কাশ্মির পুলিশের কর্মকর্তা মুকেশ সিং বলেন, রোববার রাতে দুই বন্দুকধারী ধাংরি গ্রামের তিনটি বাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে চার বেসামরিক নাগরিক নিহত ও পাঁচজন আহত হন।
ধাংরিতে এই দুই হামলার ঘটনায় দেশটির পুলিশ সশস্ত্র হামলাকারীদের দায়ী করেছে। ওই এলাকাটির অবস্থান ভারত ও পাকিস্তানের মাঝে বিতর্কিত হিমালয় অঞ্চলকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি।
১৯৪৭ সাল থেকে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশি ভারত-পাকিস্তানের বিবাদের কেন্দ্র হয়ে উঠেছে হিমালয় অঞ্চলের কাশ্মির। বিবাদপূর্ণ কাশ্মিরের ভিন্ন ভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ করছে ভারত ও পাকিস্তান। কিন্তু উভয় দেশই দুই কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে। কাশ্মির নামে ছোট একটি অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে চীনেরও।
১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর এ দুই প্রতিবেশি দেশ ১৯৪৮, ১৯৬৫ এবং ১৯৭১ সালে তিনবার পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়েছে। এরমধ্যে কেবল কাশ্মির ঘিরেই দুই দেশের মাঝে যুদ্ধ হয়েছে দু’বার।
তবে হিমালয়ের কোল ঘেঁষে থাকা এই অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা শুরু হয় ২০১৯ সালে। ওই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার কাশ্মিরের বিশেষ স্বায়ত্তশাসন সংক্রান্ত ভারতীয় সংবিধানের বিশেষ অনুচ্ছেদ বাতিল করে দেওয়ার পর নতুন করে সংঘাত শুরু হয়। মোদি সরকারের এই পদক্ষেপ পাকিস্তানকেও ক্ষুব্ধ করে তোলে।
সূত্রঃ ইত্তেফাক
Aninda, Sub-Editor