রাজধানীর কাফরুল থানাধীন কাফরুল, ইব্রাহীমপুরে  কিশোর গ্যাংদের উৎপাতে অতিষ্ট সাধারণ মানুষ, বেড়েছে চুরি ছিনতাই ও মারামারি।

বেশ কিছুদিন ধরেই কাফরুল ও ইব্রাহীমপুরে একদল সংঘবদ্ধ কিশোর চক্র মটরসাইকেল, বাইসাইকেল চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ করে যাচ্ছে। সাধারণ মানুষ অতিষ্ট ও ক্ষিপ্ত।

ঘটনার অনুসন্ধান করতে গিয়ে জানা যায়- ইব্রাহীমপুরের সরকার ভবন এর পাশে প্রতিদিন কিশোর গ্যাংদের মহড়া চলে। এছাড়াও ছয় বিল্ডিং সংলগ্ন পুরাতন পানির পাম্পের রাস্তায় সন্ধার পর থেকে মধ্য রাত পর্যন্ত ৩০-৫০ জনের সংঘবদ্ধ কিশোর চক্রটি নানা অপকর্ম করে যাচ্ছে তার মধ্যে মারামারি, চুরি, ছিনতাই অন্যতম।

নাম প্রকাশে অনিচ্ছুক ইব্রাহীমপুরের একজন বাসিন্দা বলেন- “ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এসব কিশোর একত্রিত হয়ে মহড়া দেয়, সন্ধার পর আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। গত ২দিন আগেও একটি সাইকেল চুরি করে নিয়ে গেছে। শুধু তাই নয় তারা মাদকের সাথেও জড়িত। সন্ধার পর থেকেই তাদের তান্ডব শুরু হয়, অশ্রাব্য ভাষা এলাকার পরিবেশ নষ্ট করছে, আর মারামারি তো আছেই”।

অনুসন্ধানে আরো জানা যায়, গতকাল ২১আগষ্ট ইব্রাহীমপুরের কামাল খান সড়ক থেকে একটি সাইকেল চুরি হয় এবং দুজন ব্যাক্তির ছবি সিসি ক্যামেরায় দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবী এরা সব একই কিশোর গ্যাং চক্র। সাইকেল, মটর সাইকেল চুরি করে সরকার ভবনের আশেপাশে তাদের মূল আস্তানায় জমা করে পরবর্তীতে বিক্রী করা হয় বলে অভিযোগ অনেকের।

কাফরুল থানায় এবিষয়ে কথা বললে দায়িত্বপ্রাপ্ত একজন জানান- “আমরা ইতিমধ্যে জেনেছি, ব্যাবস্থা নেয়া হবে। আর আমাদের কাছে এসব চুরির লিখিত অভিযোগ বা গ্যাংদের নিয়ে অভিযোগ এলে আমরা দ্রুত ব্যাবস্থা নিবো। কিশোর গ্যাং অভিযান অব্যাহত আছে, থাকবে।”

কাফরুল ও ইব্রাহীপুরের সাধারণ মানুষ এই গ্যাংদের থেকে নিস্তার পেতে প্রশাসনের কঠোর ভূমিকা আশা করছে। এখন পর্যন্ত প্রশাসনের উদ্যোগে অনেক গ্যাং ধরা পড়েছে। সাধারণ মানুষের আশা এবারও প্রশাসন দ্রুত ব্যাবস্থা নিবে।

–নিজস্ব প্রতিবেদন