মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।রবিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন করেরহাট গণিয়াতুল হোসাইনিয়া আলিম মাদ্রাসার সভাপতি কামরুল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভূমিদাতা মোছাদ্দেকুর রহমান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম-সম্পাদক নুর মোহাম্মদ, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুল হক, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম ওসমান, যুগ্ম-সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম তারেক, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম মামুনসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীরা।