মিরসরাইয়ে সাবেক সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খোন্দকার ও নুর নাহার বেগম ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার মাহে রমজান উপলক্ষে করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামে ওবায়দুল হক খোন্দকারের পুত্র আমেরিকা প্রবাসী মোজাম্মেল হক খোন্দকার ও এমদাদ খোন্দকারের আর্থিক সহযোগিতায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম টিপু, আজিম খোন্দকার, শফিকুল আরাফাত খোন্দকার, শামীম খোন্দকার, হোনা মিয়া, নুরুল আলম খোন্দকার, আবুল হোসেন আর্মি, কামাল হোসেন প্রমুখ।
ওবায়দুল হক খোন্দকার ও নুর নাহার বেগম ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান, মাহে রমজানকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও ফাউন্ডেশনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তম্মধ্যে অন্যতম ইফতার সামগ্রী বিতরণ, কাপড় বিতরণ, এতিমখানায় ইফতার সামগ্রী প্রদান।
Sub-Editor (News)