সমদ্র সৈকতের সাদা বালি ও নীল জলরাশিতে ওয়েস্টার্ন আউটফিট এবং মাথায় বড় টুপিতে এক অন্যরকম মোহময়ী ও আবেদনময়ী করে তুলে একজন নারীকে।মেয়েদের শাড়ী থেকে শুরু করে হালের ওয়েস্টার্ন পোশাক পর্যন্ত বিবর্তনের ধারা চলমান।পার্টি, জমকালো কোন অনুষ্ঠান কিংবা নিজ বাড়িতেও এ বিবর্তন লক্ষ্যনীয়। ফ্যাশন  পরিবর্তনশীল।

নিত্যনতুন ফ্যাশন যেমন আসে তেমনি পুরনো ফ্যাশনগুলোও আসে ঘুরেফিরে।আমাদের দেশে ওয়েস্টার্ন পোশাকের ফ্যাশন শুরু হয়েছে অনেক দিন আগেই। কিন্তু এখনও এর জনপ্রিয়তার অন্যতম কারণ এর বৈচিত্র্য। একই পোশাকে নতুন নতুন ডিজাইন ও কাটিং থাকছে।ফ্যাশন হাউসগুলো পশ্চিমা এসব পোশাকে করছেন নানা ধরনের নিরীক্ষা। প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে তৈরি হচ্ছে ফিউশনধর্মী পোশাক।

অনেক পোশাকে থাকছে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ।বর্তমানে এসব ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছে টি-শার্ট, নানা ডিজাইনের টপস, স্কার্ট, ফ্যাশনেবল জিন্স ও লংকোর্তা।মেয়েদের আধুনিক পোশাক তৈরিতে পাশ্চাত্য ফ্যাশনের চল শুরু হয়েছে অনেক আগে থেকেই।

তখন থেকেই তরুণীদের পছন্দ আর জনপ্রিয়তা দুইদিকেই এগিয়ে এ পাশ্চাত্য ঢঙের পোশাকগুলো।সময়ের সঙ্গে এ পোশাকগুলোতে যুক্ত হয়েছে প্রাচ্যের স্টাইল। বর্তমানে ওয়েস্টার্ন এ পোশাকগুলোর কাপড়ে ও বুননে দেয়া হচ্ছে দেশীয় আমেজ।বর্তমান ট্রেন্ডে দেশীয় ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে ওয়েস্টার্ন পোশাকও আছে তরুণীদের পছন্দের তালিকায়।

ওয়েস্টার্ন আউটফিটে সৌন্দর্য

মডেলঃ শম্পা জামান

যারা ফ্যাশন-সচেতন, তাদের কাছে দেশীয় পোশাক যেমন পছন্দের একইসঙ্গে তারা পছন্দ করেন ওয়েস্টার্ন পোশাক। কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণী থেকে শুরু করে এক্সিকিউটিভ লেভেলের নারী-পুরুষরাও আজকাল ওয়েস্টার্ন পোশাক পরছেন।গরমে স্বস্তির জন্য বর্তমান সময়ে ওয়েস্টার্ন পোশাকে এসেছে নানা বৈচিত্র্য।ওয়েস্টার্ন পোশাকে আপনার ফ্যাশন কেমন হবে তা নির্ভর করে ড্রেসকোডের ওপর।যেমন—অফিসিয়াল লুকে শার্ট-প্যান্ট থাকলে তার সঙ্গে মানিয়ে জুতা পরতে পারেন।পার্টি বা দৈনন্দিন পোশাক হিসেবে অনেকেই পছন্দ করেন ফ্যাশনেবল টপস বা কুর্তা।

টপসের দৈর্ঘ্য আগের তুলনায় বেড়েছে।দেশীয় উপাদানের সঙ্গে ওয়েস্টার্ন কাট যুক্ত হয়েছে।আগে শর্ট টপসের প্রচলন বেশি থাকলেও এখন হাঁটু সমান বা তার থেকে লম্বা টপসের প্রচলন বেশি দেখা যায়।ওয়েস্টার্ন ড্রেস দুই ধরনের হয়। ক্যাজুয়াল ও ফর্মাল।ক্যাজুয়াল ড্রেস আর ফর্মাল ড্রেসের সাজ অবশ্যই ভিন্ন ধরনের হবে। ফর্মাল প্যান্ট-শার্ট পরলে সাজগোজ হবে একদমই সীমিত।হালকা মেকআপের সঙ্গে হালকা অর্নামেন্টস। ক্যাজুয়াল প্যান্টের সঙ্গে ফতুয়া বা টপস পরলে কানে বড় দুল ও হাতে মোটা চুড়ি পরতে পারেন।ক্যাজুয়াল শার্টের সঙ্গে বড় মালা ভালো লাগবে।এ ধরনের ড্রেসে ছোট গয়না ভালো লাগবে না।

বাংলাদেশের নারীরা সত্তরের দশক থেকেই পশ্চিমা সাজ ও পোশাককে আপন করে নিতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় এই যুগেও পশ্চিমা সাজ বা পোশাক এককথায় নারীদের পোশাকে ওয়েস্টার্ন কালেকশন, দেশি পোশাকের পাশাপাশি সমানতালে নারীদের মন কেড়েছে। এখন বাংলাদেশে নারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়ও হয়ে উঠেছে ওয়েস্টার্ন কালেকশনের পোশাক। যে কোনো বয়সের নারীরা বিশেষ করে তরুণীরা ওয়েস্টার্ন কালেকশনের পোশাক পরতে খুবই পছন্দ করেন ও স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফ্যাশনে নতুন মাত্রা যোগ করা এই ওয়েস্টার্ন কালেকশনের পোশাক, তাইতো ফ্যাশনপ্রিয় নারীদের পছন্দের তালিকায় বেশ ভালোভাবেই জায়গা দখল করে নিয়েছে।

Shompa Zaman enewsup western outfit

ওয়েস্টার্ন পোশাকে আপনার ফ্যাশন কেমন হবে তা নির্ভর করে ড্রেস কোডের ওপর। যেমন অফিসিয়াল লুকে শার্ট-প্যান্ট থাকলে তার সাথে মানিয়ে জুতা পরতে পারেন। ছেলেদের ক্ষেত্রেও একইভাবে অফিসিয়াল লুকে পরতে পারেন এক্সেসরিজ। অনেক ফ্যাশন ডিজাইনাররা মনে করেন, ফ্যাশনে পুরুষের জন্য স্লিম ফিট বা ট্রিম ফিট এখন বেশ চলছে। তবে সফট কালার বেশি আরামদায়ক। আর অনেক মেয়েরা আজকাল সালোয়ার-কামিজে স্বাচ্ছন্দ্যবোধ করে না। আবার ফ্রকও এ সময় ঠিক মানায় না। ফ্যাশন করতে পছন্দ করে এমন টিনেজ ফিটিং টিউনিক টপস, শার্ট, স্টাইলিশ কুর্তা বেছে নিচ্ছেন। তবে এই পোশাক টিনেজার সাথে বেশ মানানসই আর পরেও আরাম পায়।

অন্যদিকে এসব পোশাকই আবার অনায়াসে মানিয়ে যাবে টিনেজ থেকে ত্রিশের কোটায় আছেন এমন নারীকে। তবে এক্ষেত্রে কাট ও নকশায় কিছুটা পরিবর্তন আসবে। টপসের রঙ গাঢ় না হলেই মানিয়ে যাবে বয়স ও ব্যক্তিত্বের সাথে। পার্টি বা দৈনন্দিন পোশাক হিসেবে অনেকেই পছন্দ করেন ফ্যাশনেবল টপস বা কুর্তা। টপসের দৈর্ঘ্য আগের তুলনায় বেড়েছে। দেশীয় উপাদানের সাথে ওয়েস্টার্ন কাট যুক্ত হয়েছে।

আগে শর্ট টপসের প্রচলন বেশি থাকলেও এখন হাঁটু সমান বা তার থেকে লম্বা টপসের প্রচলন বেশি দেখা যায়। আপনার পছন্দের ওয়েস্টার্ন পোশাক কিনতে যেতে পারেন এক্সটেসি, ক্যাটস আই, আলফোসি, ট্রেনজ, ইয়েলো, জেন্টাল পার্ক, ইনফিনিটিসহ বিভিন্ন ফ্যাশন হাউসে। ওয়েস্টার্ন ড্রেসের সাথে সাজসজ্জা হতে হবে একদমই বুঝেশুনে। কিন্তু সাজের আগে ওয়েস্টার্ন ড্রেস সম্পর্কে জানা দরকার। ওয়েস্টার্ন ড্রেস দুই ধরনের হয়। ক্যাজুয়াল ও ফরমাল। ক্যাজুয়াল ড্রেস আর ফরাল ড্রেসের সাজ অবশ্যই ভিন্ন ধরনের হবে। ফরমাল প্যান্ট-শার্ট পরলে সাজগোজ হবে একদমই সীমিত। হালকা মেকআপের সাথে হালকা অর্নামেন্টস।

ক্যাজুয়াল প্যান্টের সাথে ফতুয়া বা টপস পরলে কানে বড় দুল ও হাতে মোটা চুড়ি পরতে পারেন। ক্যাজুয়াল শার্টের সাথে বড় মালা ভালো লাগবে। এছাড়া ছেলেদের জন্য টি-শার্ট, পোলো শার্ট মানায়। ছেলেদের ফিটিং শার্টের ট্রেন্ডও এখন চলছে। এ ধরনের ড্রেসে ছোট গয়না ভালো লাগবে না। সবচেয়ে মানানসই হলো মাটির গহনা। প্যান্টের সাথে টি-শার্ট পরলে কানে ও গলার গহনানির্ভর করে টি-শার্টের গলার ধরনের ওপর। হাই নেক টি-শার্টে গলা আড়ালে থাকে বলে গহনা পরা যায় না।

ওয়েস্টার্ন আউটফিটে সৌন্দর্য

মডেলঃ শম্পা জামান

এখন যেহেতু গরম আসছে, তাই টি-শার্ট বা টপসের সাথে মানিয়ে পরতে পারেন টাইস বা লেগিন্স। অথবা অন্য ধরনের জিন্স প্যান্টের সাথে মিলিয়ে পরতে পারেন ভিন্ন ডিজাইনের জুতাও। ওয়েস্টার্ন ড্রেসের সাথে ফুল কোনোভাবেই যায় না। ফরমাল বা ক্যাজুয়াল ড্রেস যাই হোক না কেন, ড্রেসের ধরনের পাশাপাশি মেকআপ হতে হবে দিনরাতের ওপর নির্ভর করে। দিনের বেলায় ক্যাজুয়াল ড্রেসের মেকআপ খুব হালকা হওয়া চাই। হালকা সাজের মধ্যে পাউডার-কাজল ব্যবহার করতে পারেন। ঠোঁটে হালকা গোলাপি বা বাদামি গ্লস লাগাতে পারেন। ম্যাট লিপস্টিকও লাগাতে পারেন।

ফরমাল পোশাক পরলে মেকআপে একটা মিশ্রভাব থাকতে হবে। প্রথমে ফাউন্ডেশন দিন। তৈলাক্ত ত্বকে ম্যাট আর শুষ্ক ত্বকে অয়েল বেজড ফাউন্ডেশন দিন। আইশ্যাডো ব্যবহার করতে হলে মোটা করে আইলাইনার দিতে পারেন। তবে এটা রাতের বেলায় করবেন। আর দিনের বেলায় চুল খোলা রাখলে ভালো লাগবে। জুতা না স্যান্ডেল পরবেন তা নির্ভর করবে ড্রেসের ধরনের ওপর।

এখন যেহেতু গরম, তাই টি-শার্ট বা টপসের সঙ্গে মানিয়ে পরতে পারেন টাইস বা লেগিন্স।অথবা অন্য ধরনের জিন্স প্যান্টের সঙ্গে মিলিয়ে পরতে পারেন ভিন্ন ডিজাইনের জুতাও।ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে ফুল কোনোভাবেই যায় না।ফর্মাল বা ক্যাজুয়াল ড্রেস যাই হোক না কেন, ড্রেসের ধরনের পাশাপাশি মেকআপ হতে হবে দিন-রাতের ওপর নির্ভর করে।স্কার্ট এখন আর পশ্চিমা পোশাকের তালিকায় নেই।দেশীয় কাপড় আর ডিজাইনে ঘরে-বাইরে সব জায়গায় পরার উপযুক্ত করে তৈরি হচ্ছে স্কার্ট।

লেখা- সংকলিত, মডেলঃ শম্পা জামান