রাজধানীর নবাবপুর রোডের সুরিটোলায় একটি বড় টিনশেড গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৪ টি ইউনিট এই মুহুর্তে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আজ রাত পৌনে ১১ টায় ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ আগুন লাগার বিষয়টি বাসসকে নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ৮ মিনিটের দিকে ১৪৮/১৫০ নবাবপুরে একটি টিন সেট গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
পরে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে ৬ টি ইউনিট, লালবাগ, সূত্রাপুর ও পলাশী থেকে মোট ১৪টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌছে যৌর্থ ভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুনে লাগার কারণ ও ক্ষয়ক্ষরিত পরিমাণ এবং হতাহতের কোন খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
সূত্রঃ বাসস
Aninda, Sub-Editor