এবার আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে Everything is Nothing
এবার আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে তার জনপ্রিয় শর্ট ফিল্ম Everything is Nothing অফিসিয়ালি প্রদর্শনের অনুমতি পেয়েছে।
একের পর এক প্রশংসা ও নানা পুরুস্কারে ভেসে যাচ্ছেন জনপ্রিয় তরুণ চলচ্চিত্র নির্মাতা ও সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধির ।
বাংলাদেশের এই তরুণ ও মেধাবী আরাফাত মহসীন নিধি বিদেশের মাটিতে দেশের সুনাম প্রকাশ করে যাচ্ছেন তার চলচ্চিত্রের মাধ্যমে। এটি আমাদের চলচ্চিত্রের জন্য গর্বের।
আরাফাত মহসীন এর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মূলত তার মা মাহমুদা বেগম কে নিয়ে করা। নিজের মায়ের উপর নির্মীত এমন কাজ সচরাচর দেখা যায়নি।
উল্লেখ্য এর আগে ওয়েস্ট বেঙ্গল শর্ট ফিল্ম ফ্যাস্টিভ্যালে “Everything is Nothing” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য আরাফাত মহসীন নিধি West Bengal Short Film Festival এ ”বেষ্ট ন্যারেটিভ ডিরেক্টর” পুরষ্কারে ভূষিত হন।
“Everything is Nothing” এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ও করেছেন তার মা নাট্যব্যাক্তিত্ব মাহমুদা বেগম। চলচ্চিত্রটির গল্প,সংগীত ও পরিচালনা করেছেন আরাফাত মহসীন। এমনকি ক্যামেরাও তার করা। আসলে মাকে নিয়ে ভালোবাসা দিয়েই আরাফাত মহসীন নির্মাণ করেছেন এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির প্রযোজনায় আছেন আরাফাত মহসীন।
উল্লেখ্য ২০১৫ সালে মুক্তি পাওয়া রেদওয়ান রনী পরিচালিত ‘আইসক্রিম’ দিয়ে সিনেমার সংগীত পরিচালক হিসেবে অভিষেক ঘটে আরাফাত মহসীনের। সেই সিনেমার আবহ সংগীতের পাশাপাশি তিনটি গানের সবগুলোরই সুর ও সংগীত পরিচালনা করেন নিধি। অর্ণব, মমতাজ ও তাহসানের গাওয়া সেই গানগুলোর জন্য শ্রোতাদের প্রশংসাও কুড়ান।
এবছরের বক্স অফিস হিট চলচ্চিত্র “সুড়ঙ্গ” এর আবহ ও সংগীত পরিচালনায়ও আরাফাত মহসীন এর প্রশংসা ছিলো মুখে মুখে।
গতবছর মুক্তি পাওয়া রায়হান রাফীর জনপ্রিয় সিনেমা ‘দামাল’-এর আবহ সংগীতের পাশাপাশি চারটি মৌলিক গানের সবগুলোরই সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসিন নিধি। যা জনপ্রিয়তা অর্জন করে।
–নিজস্ব প্রতিবেদক
Aninda, Sub-Editor