Select Page

একীভূত হলো এক্সিম ও পদ্মা ব্যাংক; গ্রাহকের চিন্তার কোনো কারণ নেই

একীভূত হলো এক্সিম ও পদ্মা ব্যাংক; গ্রাহকের চিন্তার কোনো কারণ নেই

পদ্মা ব্যাংকের সঙ্গে একীভূত হলো শরিয়াভিত্তিক এক্সিম ব্যাংক। একীভূত হওয়ার বিষয়ে বেসরকারি খাতের এই ব্যাংক দুটির মধ্যে আজ সোমবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে এক্সিম ব্যাংক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার জানান, একীভূত হলেও গ্রাহকের চিন্তার কোনো কারণ নেই। তাদের আমানত সুরক্ষিত থাকবে সেইসাথে ব্যাংকদুটির কোনো কর্মী চাকরিচ্যুত হবে না।

দুই ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় বাংলাদেশ ব্যাংকে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। এতে কর্মকর্তাদের পাশাপাশি দুই ব্যাংকের উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মার্চ) এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে একীভূত হওয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে জানান, আমানতকারীদের সুরক্ষা দিতে দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংককে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করা হ‌বে।

About The Author

অনিন্দ্য

Aninda, Sub-Editor