ই নিউজ আপ ডট কম এর পরিচালক হিসেবে যোগ দিলেন রিমি লায়লা (নাফিউ)।
অনলাইন নিউজ পোর্টাল ই নিউজ আপ ডট কম ২০২০ সাল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে। রিমি লায়লা (নাফিউ) একজন সমাজ সেবক ও ডিজিটাল ক্রিয়েটর হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন দীর্ঘদিন যাবত।
আজ ক্যাডেট কলেজ ক্লাব এ ই নিউজ আপ এর প্রকাশক ও প্রধান সম্পাদক মোহাম্মদ মহসীন এর সাথে একটি যৌথ অংশীদারি চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পরিচালক ও ব্যাবসায়ীক পার্টনার হিসেবে আত্মপ্রকাশ করেন রিমি লায়লা (নাফিউ)।
এছাড়াও রিমি লায়লা (নাফিউ) ও মোহাম্মদ মহসীন Moh & Naf Enigma নামে একটি ইউটিউব চ্যানেলের কাজ যৌথভাবে কাজ করার প্রত্যয়ে চুক্তি সম্পন্ন করেন। সেখানে আরও উপস্থিত ছিলেন একজন বিশেষ ব্যাক্তিত্ব জনাব শাহ্ মোহাম্মদ আমিনুল ইসলাম।
Aninda, Sub-Editor