আশুলিয়ার জিরাবোতে দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় বাসচাপায় মেহেদী হাসান (৩২) নামে এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন।
এতে ক্ষুব্ধ হয়ে ওই দুটি বাসে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।রোববার সকাল সোয়া ৭টার দিকে জিরাবো এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী রাজধানীর ডেমরা থানাধীন টুলটুলিয়া এলাকার মাজেদ ওরফে বাহারুলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার নবীনগর থেকে কুড়িল বিশ্বরোডগামী আলী নূর পরিবহন দু’টি বাস একে অপরের আগে যাওয়া নিয়ে প্রতিযোগিতা করছিল। এ সময় বাস দু’টি মোটরসাইকেল-আরোহী মেহেদীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা আলী নূর পরিবহনের ওই দুই বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে আশুলিয়া ফাঁড়িতে নিয়ে যায়।
জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন জানান, সকালে আলী নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে বাসের চাপায় এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়। পরে স্থানীয়রা বাস দু’টিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহত হয়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, বাসে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।’
বাসে আগুন ধরিয়ে দেয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, সকালে এই দুই বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল-আরোহী নিহত হন। এরপরই স্থানীয়রা বাস দু’টিতে আগুন ধরিয়ে দেয়।
সূত্রঃ নয়া দিগন্ত
Aninda, Sub-Editor