আমরা আমরাইতো সংগঠনের সম্মাননা পেলো ‘ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’।
ফেনী জেলার “আমরা আমরাইতো” (AABDC) সমাজসেবামূলক ও ব্লাড ডোনেটিং সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন ও ৭ম বর্ষে পদার্পণ, ৬৪ জেলা স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৩ উপলক্ষে সামাজিক, মানবিক এবং রক্তদানের কাজে বিশেষ অবদান রাখায় ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’কে উক্ত সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গত শুক্রবার ফেনী সদর উপজেলার ফেনী কিং কমিউনিটি সেন্টারে আয়োজিত দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র পক্ষে আমরা আমরাইতো সংগঠনের সম্মাননা স্মারক গ্রহণ করেন সংগঠনের দায়িত্বশীল ও কার্যকরী সদস্য মোঃ সাকিব উদ্দিন সুমন ও মোঃ মেহেদী এবং এসময় উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সাকিব উদ্দিন সুমন।
অপরদিকে দক্ষতা ও মানবিকতার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করে ৭ম বর্ষে পদার্পণ করায় আমরা আমরাইতো সংগঠনে’কে ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, আমরা আমরাইতো সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সারাদেশের ৮৪টি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয় এবং স্বেচ্ছাসেবীদের এই মিলনমেলায় সারাদেশের প্রায় ৬ শতাধিক রক্তদাতা উপস্থিত ছিলেন।
ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের এডমিন মেহেদী হাসান ইমন জানান, ২০২০ সালের ১লা জানুয়ারী মাত্র ৪ জন সদস্য নিয়ে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। প্রাথমিক পর্যায়ে মেসেঞ্জার গ্রুপের ৩০ জন সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে সেটা রক্তদান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ফলে ফেসবুক গ্রুপের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বর্তমানে উক্ত গ্রুপের মধ্যে ছয় হাজার ৬শত সদস্য রয়েছে। রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে নিয়োজিত রয়েছে ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র সদস্যরা।
Sub-Editor (News)