আওয়ামী লীগের ‘চার খলিফা’কে নিয়ে নাজমুলের পোস্ট
শেখ হাসিনা চারজনকে দলের দেখভালের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু পরে তারা দলের ‘চার খলিফা’ বনে গেছেন—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে নাজমুল লেখেন, ‘নেত্রী চারজনকে দলের অবস্থা পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তারা পরিণত হয়েছে চার খলিফায়। তারা নিজেদের জাতীয় চার নেতার (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী) সমকক্ষ ভাবতে শুরু করেছে এবং নানান অনিয়মে জড়িয়ে পড়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘এই চারজন ৪ আগস্ট পর্যন্ত ৩/এ-তে বসে নেত্রীকে ভুল তথ্য দিয়ে পার্টির মালিক সাজতে চেয়েছে। অথচ নিজেদের নির্বাচনী এলাকায়ই পরিস্থিতি সামাল দিতে পারেনি। সেই সময় ছাত্রলীগের সাবেক নেতারা ৩/এ-এর বাইরে দাঁড়িয়ে নিজেদের জীবন বাজি রেখে পার্টি অফিস রক্ষা করেছিল, না হলে আজ একটিও নিরাপদ থাকত না।’
নাজমুল আরও বলেন, ‘আমাদের সাবেক নেতাদের বলেছিল নেত্রীর কাছে যাচ্ছে, অথচ পালিয়ে গেল—একবারও আমাদের খবর নেয়নি, কিছু জানায়ওনি।
তারপর দিনই সব শেষ হয়ে গেল। এখন মুখ খুললে অনেকের আসল রূপ বেরিয়ে আসবে। তাই অহংকার দেখানোর কিছু নেই। কার বউ-সন্তান কোথায়, কীভাবে বিলাসী জীবন কাটাচ্ছে, সবই জানা—শুধু কর্মীরাই জানে না।
সূত্রঃ কালের কন্ঠ