মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন অভিযান ক্লাবের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক পরিবার মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

আজ ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে সংগঠনের সভাপতি আমিনুল হক সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সফিউল আজম সোহানের সঞ্চালনায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অভিযান ক্লাবের শুভাকাঙ্ক্ষী ও ১ নং করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমরান হোসেন।

আরও উপস্থিত ছিলেন, অভিযান ক্লাবের কার্যকরি পরিষদ সদস্য ও সাবেক সভাপতি সোলেমান উদ্দিন বাদশা, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল হক তপু, বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ আবু ফয়সাল রিফাত, ক্রীড়া সম্পাদক রাকিব হোসেন, সাহিত্য ও সামাজিক সম্পাদক অভিজিৎ তালুকদার, সদস্য শাহাদাত হোসেন নিলয়, সদস্য আরিফুল হক প্রমূখ।