হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপর উড়োজাহাজ ওঠানামাও শুরু হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আজ শনিবার রাত ৯টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায়।
আজ দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
শনিবার (১৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া পোস্টে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় থেকে পাঠানো ওই সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সমন্বয়ে আগুন সম্পূর্ণ নিভে গেছে। সবকিছু স্বাভাবিক হলে রাত ৯টা থেকে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সংশ্লিষ্ট সব সংস্থার সাথে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে এবং আগুনের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়।
শেষে বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণের প্রতি সহযোগিতা ও ধৈর্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
সূত্রঃ নয়াদিগন্ত