দেখতে দেখতে দেশের অন্যতম জনপ্রিয় আইটি ট্রেনিং সেন্টার রিকভারি আইটি ৫বছর অতিবাহিত করলো। ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তারা ষষ্ঠ বছরে পদার্পণ ও নতুন বছরকে বরণ করে নিলো।
রিকভারি আইটি লিমিটেড সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া,ভালবাসা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে সফলতার সাথে ২০১৮ সাল থেকে পরিচালিত হচ্ছে ।
আত্মকর্মসংস্থানের মাধ্যমে একজন উদ্যোক্তা কেবল নিজের বা পরিবারের দায়িত্বই নেন না,কর্মসংস্থানের সুযোগ তৈরি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহনের মাধ্যমে সমাজের এবং দেশের সেবাও করেন।
রিকভারি আইটি লিমিটেড ৬৪টি জেলায় ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তা তৈরি করার লক্ষে কাজ করছে।
রিকভারি আইটিতে তে ৩৩০০০+প্রশিক্ষনার্থী এবং ৭৫+ কর্মকর্তা/কর্মচারী ও ১৭ জন ট্রেনার নিয়ে ৫ টি ব্রাঞ্চ নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে তাদের ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও রাজশাহীতে তাদের শাখা পরিচালিত হচ্ছে। তারা প্রশিক্ষনার্থীদের ২৪ ঘন্টা সাপোর্ট দিয়ে থাকে।
অনলাইন কিংবা অফলাইনে অনলাইনে ও অফলাইনে চাকুরীর ব্যাবস্থাও করে দিচ্ছে। নিজস্ব মার্কেট প্লেস সহ আন্তর্জাতিক মার্কেটপ্লেস গুলো থেকে আয়ের ব্যাবস্থাও করে দেয় রিকভারি আইটি।
যারা সঠিক পন্থায় ভালোভাবে শিখে ফ্রিল্যান্সার হতে চান কিংবা যে কোন আইটি বিষয়ক ট্রেনিং নিতে চান তারা যোগাযোগ করতে পারেন নীচের ঠিকানায়।
রিকভারি আইটি লিমিটেড প্রধান কার্যালায়ঃ ২২০/১ ( ৩য় তলা), বেগম রোকেয়া স্মরণী,পশ্চিম কাফরুল, তালতলা,আগারগাঁও (মেট্রো রেল পিলার নম্বর ৩৩৩ এর সামনে) , মিরপুর ,ঢাকা। ভর্তি বা কোর্স বিষয়ক যেকোনো ধরনের তথ্যের জন্য - 01717744299 ওয়েব সাইট: https://recoveryitinst.com/
— নিজস্ব প্রতিবেদক














4.5
5
1
3.5
2
0.5
4
1.5
3
Comments are closed.