Home আন্তর্জাতিক পাকিস্তানে জশনে জুলুসে আত্মঘাতী হামলা; পুলিশসহ নিহত ৫২

পাকিস্তানে জশনে জুলুসে আত্মঘাতী হামলা; পুলিশসহ নিহত ৫২

10
0
পাকিস্তানে

পাকিস্তানের বেলুচিস্তানের মাসতুং জেলায় আজ শুক্রবার এক মসজিদের কাছে বিস্ফোরণ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন।

জেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রাজ্জাক ডনকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন পুলিশের কর্মকর্তা আছেন বলে জানিয়েছেন সিটি স্টেশন হাউজ অফিসার মাহমুদ জাভেদ লেহরি।

এর আগে নিহতের সংখ্যা ৩০ জন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে তথ্য দেন শহীদ নওয়াব ঘৌস বাকস রাইসানি মেমোরিয়াল হাসপাতালের নির্বাহী পরিচালক সাঈদ মিরআনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে আত্মঘাতী হামলা থেকে এ বিস্ফোরণ হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

আলফালাহ রোডে মদিনা মসজিদের কাছে ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে লোকেরা জড়ো হলে সেইসময় বিস্ফোরণ ঘটে।

সূত্রঃ ইত্তেফাক