Home বাংলাদেশ দুটি কিডনি নষ্ট, বাঁচার আকুতি অষ্টম শ্রেণির ছাত্র সামিরের

দুটি কিডনি নষ্ট, বাঁচার আকুতি অষ্টম শ্রেণির ছাত্র সামিরের

চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, দয়ালু মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার

331
0
দুটি কিডনি নষ্ট

ঢাকা ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকার হাজী সৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয়ের (সাবেক লালাসরাই স্কুল) অষ্টম শ্রেণির ছাত্র মো. সামির এখন জীবনের সঙ্গে লড়ছে। অল্প বয়সেই তার দুটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা না হলে সামিরের জীবন রক্ষা করা সম্ভব নয়। কিন্তু আর্থিক অনটনের কারণে সামিরের পরিবার সেই চিকিৎসা ব্যয় বহন করতে পারছে না।

সামিরের পিতা মো. সুমন এবং মাতা ফাতেমা জানিয়েছেন,

“আমাদের ছেলেটিকে বাঁচাতে এখন সমাজের সহানুভূতিশীল মানুষের সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই।”

পরিবারটির পক্ষ থেকে সবার কাছে অনুরোধ জানানো হয়েছে—আপনার সামান্য সহযোগিতা হয়তো ফিরিয়ে দিতে পারে একটি শিশুর জীবন।

সাহায্য পাঠাতে পারেন নিচের ঠিকানায়:

মোবাইল/বিকাশ:
০১৭১৭৯৫৬৬৯১
০১৭৭৯৯৯৬৮২৩
০১৯৯২২০৪৬৬৯

ব্যাংক হিসাব:
ইসলামী ব্যাংক, বনানী শাখা
অ্যাকাউন্ট নং: ৬৬৬

একটু মানবতা, একটু সহানুভূতি—হয়তো ফিরিয়ে আনতে পারে সামিরের মুখে হাসি।