Home স্বাস্থ্য ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা!

ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা!

12
0
ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা!
ছবিঃ সংগৃহীত

আলোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবির পরিচালিত দুটি প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর। অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। জরিমানা করা প্রতিষ্ঠান দুটি হলো আল্টিমেট অর্গানিক লাইফ ও ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনাল।

বুধবার রাজধানীর আফতাবনগরে জাহাঙ্গীর কবিরের চেম্বার ‘হেলথ রেভুলেশন’-এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদফতর।

আব্দুল জব্বার মন্ডল জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ডা. জাহাঙ্গীর কবিরের ‘হেলথ রেভুলেশন’ নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে ‘আল্টিমেট অর্গানিক লাইফ’ প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা এবং অবৈধভাবে ওষুধ আমদানি করে সরবরাহ ও বাজারজাত করার অপরাধে ইন-মোশন ট্রেডিং ইন্টারন্যাশনালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত ৩ বছর ধরে প্রচলিত ধারার চিকিৎসার তুলনায় একটু আলাদা ধরনের চিকিৎসা পরামর্শ দিয়ে আলোচিত হন জাহাঙ্গীর কবির।

এর আগে, চিকিৎসক ফেসবুক ও ইউটিউবে বিকল্প বা ব্যতিক্রমী চিকিৎসার পরামর্শ দিয়ে ডাক্তারদের রোষানলে পড়েছিলেন জাহাঙ্গীর কবির।