জুমার নামাজ আদায়ের মাধ্যমে ১শত ৫০তম মসজিদ সফর করলেন মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজকর্মী ও রক্তযোদ্ধা আনিসুল হক শিমুল।
শুক্রবার (৮ জুলাই) উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের মাধ্যমে ১৫০তম মসজিদ সফর সম্পন্ন করেন এবং নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোবারক হোসাইন মিয়াজী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন করেরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সানী ইমাম মাওলানা আলী আকবর, স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা জাগ্রত প্রতিভার সভাপতি ও করেরহাট ভূইয়া স্টোরের স্বত্বাধিকারী গোলাম মর্তুজা ভূইয়া, সংবাদ কর্মী আকতার হোসেন, আবু সাঈদ তুহিন প্রকাশ তুহিন ব্লগ, বিএডিসি’র ম্যানেজার মোঃ রাসেল।
আনিসুল হক শিমুল ২০২২ সালের মার্চ মাসের শেষ দিকে মিরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত শতবর্ষী মানিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদ সফরের যাত্রা শুরু করেন। এভাবে বিভিন্ন মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মিরসরাইয়ের সর্বাধিক প্রচারিত অনলাইন টিভি “মিরসরাই ২৪ টিভি”র ফেসবুক পেইজ ও মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম’র ফেসবুক গ্রুপের মাধ্যমে ঐসব মসজিদের ছবি তুলে ধরার কারণে প্রশংসিত হন।
আনিসুল হক শিমুল উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের কাদির মুহাদার বাড়ির একরামুল হকের তৃতীয় পুত্র। এছাড়াও তিনি স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ছাগলনাইয়া উপজেলার ব্লাড ফাইটার্স কমিউনিটি’র সহ-সভাপতি, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র উপদেষ্টা, স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা পশ্চিম জোয়ার ক্রিড়া সংস্থার সদস্য, জাগ্রত প্রতিভার সদস্য, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের ক্রিড়া সম্পাদক এবং জোরারগঞ্জ বাজারে অবস্থিত মীম ফ্যাশনের স্বত্বাধিকারী।
মিরসরাইয়ের সবগুলো মসজিদ সফর, মাদ্রাসা সম্পৃক্ত মসজিদ গুলো সফর এবং ১০০তম রক্তদান করার পাশাপাশি মানবিক কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখার আগ্রহ প্রকাশ করেন আনিসুল হক শিমুল।
উল্লেখ্য, রক্তযোদ্ধা শিমুল ২০০৮ সাল থেকে নিয়মিতভাবে ব্লাড দিয়ে আসছেন এবং এরই মধ্যে ৩৫ তম রক্তদান করেছেন।
Sub-Editor (News)