বাংলাদেশের ৫ম প্রজন্মের জীবন বীমা কোম্পানী এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২৪ ঘন্টার মধ্যে মৃত্যুদাবী পরিশোধ করেছে।
২২ আগস্ট,২০২৩ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর প্রধান কার্যালয়ে গ্রাহক মরহুম দেলোয়ার হোসেন এর নমিনী সনিফা বেগম এর হাতে মৃত্যুদাবীর ৬ লক্ষ ৬ হাজার ৯শত টাকার চেক হস্তান্তর করেছেন কোম্পানীর চেয়ারম্যান জনাব কিবরিয়া গোলাম মোহামাদ।
উক্ত দাবী পরিশোধ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নিবার্হী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কোম্পানীর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এসইভিপি সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গ্রাহক মো: দেলোয়ার হোসেন মাসিক ৮,৫০০/=টাকা করে ১২ কিস্তিতে মোট ১,০২,০০০/= (এক লক্ষ দুই হাজার) টাকা জমা দিয়ে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন এবং তার নমিনীকে ৬,০৬,৯০০/= (ছয় লক্ষ ছয় হাজার নয়শত) টাকা দাবী পরিশোধ করা হয়।
২১ আগস্ট নমিনী কর্তৃক মৃত্যুদাবী উত্থাপিত হয় এবং ২২ আগস্ট নমিনীর হাতে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করা হয়। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে দাবী পরিশোধ করে অনন্য নজির সৃষ্টি করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ইতিমধ্যেই এনআরবি সবচেয়ে দ্রুততম সময়ে বীমা দাবী পরিশোধ করে বাংলাদেশের জনপ্রিয় জীবন বীমা কোম্পানী হিসেবে পরিচিতি লাভ করেছে।
–নিউজ ডেস্ক
Aninda, Sub-Editor