লেখক ও গবেষক সালেক খোকনের ‘একাত্তরের গল্পগাথা’ নামের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২০জানুয়ারী ২০২৩) রাজধানীর ধানমন্ডিস্থ বেঙ্গল শিল্পালয়ে বেঙ্গল পাবলিকেশন্স-প্রকাশিত সালেক খোকনের ‘একাত্তরের গল্পগাথা’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও দৈনিক ‘কালের কণ্ঠ’ পত্রিকার প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন।
আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি খালেদ হোসাইন।
এছাড়াও বইটিতে যে মুক্তিযোদ্ধাদের অজানা কথা লিপিবদ্ধ করা হয়েছে তাঁরাও এই আয়োজনে অংশ নেন।
এছাড়াও বইটিতে যে মুক্তিযোদ্ধাদের অজানা কথা লিপিবদ্ধ করা হয়েছে তাঁরাও এই আয়োজনে অংশ নেন। তাঁদের মধ্যে বক্তব্য রাখেন ১৯৭১ সালে বিশ্ববিবেক জাগরণ পদযাত্রার ডেপুটি লিডার-২ কামরুল হাসান এবং ঢাকায় গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করা কর্নেল (অব.) তৌফিকুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
তথ্য সূত্র: বেঙ্গল পাবলিকেশন্স
Aninda, Sub-Editor