Select Page

সাজেক ভ্যালির কংলাক পাহাড়ের মেঘছোঁয়া রিসোর্টে আগুন

সাজেক ভ্যালির কংলাক পাহাড়ের মেঘছোঁয়া রিসোর্টে আগুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির কংলাক পাহাড়ের মেঘছোঁয়া রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ আগুন লাগে। পরে মুহূর্তেই তা আশপাশের রিসোর্ট, দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘছোঁয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় সেখান থেকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। পরে সেনাবাহিনী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুইটি রিসোর্ট, একটি বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

সাজেক কটেজ মালিক সমিতির সহ-সভাপতি চাইথুয়াং অং চৌধুরী জয় জানান, মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে যায়। রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

About The Author

অনিন্দ্য

Aninda, Sub-Editor