Select Page

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ২১৪ রোহিঙ্গা আটক

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ২১৪ রোহিঙ্গা আটক

অবৈধভাবে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগর থেকে ২১৪ রোহিঙ্গাকে আটক করেছে নৌ-বাহিনী। টেকনাফ থেকে মাছ ধরার ট্রলারে করে মালিয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তারা।

মঙ্গলবার (৮ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা দুর্জয়’ সন্দেহজনক গতিবিধির একটি মাছ ধরার নৌকা ‘এফভি কুলসুমা’কে থামিয়ে অভিযান চালায়। সেন্টমার্টিন দ্বীপ থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে পরিচালিত এ অভিযানে নৌকাটির ভেতর থেকে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী ও ২৮ জন শিশুকে উদ্ধার করা হয়।

নৌবাহিনী জানায়, আটককৃতরা সবাই মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক। তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলাপুর উপকূল থেকে ৭ এপ্রিল রাত ২টার দিকে রওনা দেন মালয়েশিয়ার উদ্দেশ্যে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক নৌকা ও যাত্রীদের সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশনের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী।

উদ্ধার হওয়া নৌকাটিতে ছিল না প্রয়োজনীয় জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাবার কিংবা পানি। নিরাপত্তাহীন ও অমানবিক এ যাত্রা গভীর সমুদ্রে বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারতো বলে জানায় নৌবাহিনী। তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে বলেও জানায় তারা।

সূত্রঃ একুশে টিভি

About The Author