Select Page

সমর্থককে চড় মারলেন সাকিব আল হাসান! (ভিডিও)

সমর্থককে চড় মারলেন সাকিব আল হাসান! (ভিডিও)

ক্রিকেটে ব্যাডবয় হিসেবে পরিচিত সাকিব আল হাসান। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহন করে ব্যাডবয় সাকিব যেন গুডবয় হয়ে গেলেন। তবে আর পারলেন না গুডবয় হিসেবে থাকতে। অবশেষে ধৈর্য হারালেন সাকিব আল হাসান।

সকালে ভোট দেওয়ার পর কেন্দ্র পরিদর্শন করছিলেন সাকিব। এরইমধ্যে এক সমর্থককে চড় মেরে বসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভীড়ের মধ্যে পড়েন সাকিব। এই সময় মেজাজ হারিয়ে এক কর্মীকে চড় মেরে বসেন এই টাইগার অধিনায়ক।

এর আগে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে ভোট দেন সাকিব। দরিমাগুরা স্কুল কেন্দ্রে ভোট নিজের ভোট প্রদান করেন তিনি। ভোট শেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, কথা বলেন মিডিয়ার সঙ্গেও। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলোর উদ্দেশে রওনা হয়ে যান তিনি।

মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে লড়ছে সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

সূত্রঃ ইত্তেফাক

About The Author

অনিন্দ্য

Aninda, Sub-Editor