শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) রাত তিনটার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়।

রবিবার (১৪ নভেম্বর) বিকালে চিকিৎসকদের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন সন্ধ্যায় খালেদা জিয়াকে এভার কেয়ারে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত দলীয় সূত্র জানায়, শনিবার হাসপাতালে ভর্তির পর তার পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়। পরে রাতে তাকে সিসিইউতে নেওয়া হয়।

ডা. এজেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি সিসিইউতে আছেন।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

এর আগে ১২ অক্টোবর খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল। গত ৭ নভেম্বর তিনি বাসায় ফিরেছিলেন।

সূত্রঃ ভোরের কাগজ