ইউক্রেনের সাবেক রাষ্ট্রপতি পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, ইউক্রেনীয়রা নিজেদের দেশকে রক্ষা করতে প্রস্তুত। এমনকি পুতিনকে ‘পুরোপুরি পাগল’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) কিয়েভের রাস্তায় সশস্ত্র বাহিনী বেষ্টিত হয়ে হাতে কালাশনিকভ (একে-৪৭) রাইফেল নিয়ে সিএনএনকে এসব কথা বলেন তিনি।
পোরোশেঙ্কো বলেন, সবাইকে বুঝতে হবে পুতিন কেবল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি। তিনি পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এরপরই তিনি পুতিনকে পুরোপুরি পাগল বলে অভিহিত করেন।
তিনি আরও বলেন, পুতিন পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। ইউক্রেনীয়দের হত্যা করতেই সে এখানে হামলা চালাচ্ছে। পোরোশেঙ্কো জানান, তার ব্যাটালিয়ন রাশিয়ান এবং ইউক্রেনীয় সেনাদের চলমান লড়াইস্থল থেকে মাত্র দেড় মাইল দূরে রয়েছে।
সাবেক এ ইউক্রেনীয় রাষ্ট্রপতি বলেন, ইউক্রেনের এখন পশ্চিমাদের সহায়তা প্রয়োজন। রাাশিয়ার ওপর নিষেধাজ্ঞা, তাকে সুইফট থেকে বের করে দেয়া, ইইউ এবং ন্যাটোভুক্ত দেশে রাশিয়ান বিমান এবং জাহাজগুলোকে ঢুকতে না দেয়াসহ আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।
পুতিন কখনই ইউক্রেন দখল করতে পারবে না মন্তব্য করে পোরোশেঙ্কো বলেন, সে যত সৈন্যকে হত্যা করুক না কেন, তার কাছে যত ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র থাকুক না কেন- আমরা ‘একটি মহান ইউরোপীয় ভবিষ্যতের’ স্বাধীন নাগরিক।









