যশোর সদরের লেবুতলা বাজার এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইকের সাত যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুসহ একই পরিবারের পাঁচজন রয়েছেন। এ ছাড়া আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই তিনজনসহ মোট সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন।
নিহতরা হলেন, ইজিবাইকচালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ২৭ বছরের ইমরান হোসেন, বাঘারপাড়ার যাদবপুরের হেলালের জমজ দুই ছেলে দুই বছর বয়সি হোসেন ও হোসাইন, তার মেয়ে ৭ বছরের খাদিজা ও তাদের পরিবারের আরও দুজন এবং একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ৩০ বছরের ফাহিমা খাতুন।
ঘটনাস্থলে প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। পরে সেখানে যোগ দেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, যশোর থেকে একটি বাস দ্রুতগতিতে মাগুরার দিকে যাচ্ছিল। লেবুতলা বাজারে গেলে একটি ইজিবাইক বিপরীত দিক থেকে আসছিল। তাতে সামনে থেকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে চলে যায় বাসটি। সেখান থেকে তিনি এক শিশুকে উদ্ধার করে মোটরসাইকেলে করে যশোর সদর হাসপাতালে নেন। হাসপাতালে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে তিনি আবারও ফিরে যান দুর্ঘটনাস্থলে। সেখানে গিয়ে বাসের চাকায় পিষ্ট অবস্থায় কয়েকজনকে দেখতে পান।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, বাসটি ইজিবাইকের কাছে এলেও নিয়ন্ত্রণ করতে পারেনি। তখন ইজিবাইককে ধাক্কা দেয়।
আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
হাসপাতালে নিহতদের স্বজনরা আহাজারিতে ভেঙে পড়েছেন। স্বজন হারানোয় তারা বিলাপ করে কাঁদছেন।
সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ
Aninda, Sub-Editor