মৃত্যু দাবী উত্থাপনের ৩ দিনের মধ্যে চেক হস্তান্তর করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

মৃত্যু দাবী উত্থাপনের মাত্র তিন দিনের মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মরহুম মো: বাবুল আজাদ এর গ্রুপ বীমার চার লক্ষ ছেষট্রি হাজার পাঁচশত টাকার চেক হস্তান্তর করেছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

মৃত্যু দাবী

ছবিঃ এনআরবি

গত ১৪ মার্চ দিনাজপুরের হাবিপ্রবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হাবিপ্রবি ও এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মধ্যে, গ্রুপ বীমা মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান হয়। এতে নমিনির পক্ষে মৃত্যু দাবীর চেক গ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসা. নূর ই নাজমুন নাহার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান।

মৃত্যু দাবী

ছবিঃ এনআরবি

আরো বক্তব্য রাখেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শাহ্ জামাল হাওলাদার ও হাবিপ্রবি রেজিষ্টার প্রফেসর সাইদুর রহমান।

এ সময় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপকগন সহ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মরহুম বিমা গ্রাহকের জন্য দোয়ার আয়োজন করা হয়।

–নিউজ ডেস্ক