মুন্সীগঞ্জের সিরাজদিখানে হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার বালুরচরের খাসকান্দি-বেগম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের সময় শতশত টেঁটা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা ২টা পর্যন্ত ৩ ঘন্টা দফায় দফায় এই সংঘর্ষ চলে। এই সময় ৩টি মোটরসাইকেল ও পুলিশের একটি পিকাআপ ভাঙচুর করা হয়। কাউকে আটক করতে পারেনি। তবে ফেলে যাওয়া বিপুল পরিমাণ টেঁটা জব্দ করেছে পুলিশ ।

পুলিশ জানায়, হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে নুজহান সিটির আলী ইসলাম ও দক্ষিণা গ্রীন সিটির সুমন মিয়া গ্রুপের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিলো।

সোমবার সকালে খাসকান্দি এলাকায় দক্ষিণা গ্রুপের একটি স্থাপনা ভ্যাকু দিয়ে ভেঙে ফেলে নুজহান সিটির আলী ইসলাম গ্রুপ। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

বেলা ১১টার দিকে বেগমবাজার এলাকায় শতশত টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুর হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্রঃ ইত্তেফাক