‘মীরজাফর আর ঘষেটি বেগম’_এই নামজোড়া বাংলায় ‘বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্র’ শব্দযুগলের সমার্থক!
কিন্তু নবাব সিরাজ উদ দৌলা রাজকার্য আর তার অধঃস্তনদের পরিচালনায় কি যথার্থই মনোযোগী ও দায়িত্বশীল ছিলেন?
বিনা তত্ত্বাবধানে, পূর্ণ অন্ধবিশ্বাসে অধঃস্তনদের উপর রাজকার্য পরিচালনার ভার সঁপে দিয়ে,
দিবানিশি শারাব আর নারীর নেশায় বুঁদ হয়ে থাকা নবাবের অধঃস্তনরা বিশ্বাসঘাতকতা আর
ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিলো।
স্বার্থপর, বেঈমান,সুবিধাবাদী এই তিন শ্রেণীর মানুষ থেকে দূরে থাকুন।
এই ‘তিন’ শ্রেনীর মানুষ কখন ও অন্যের ভালো দেখতে পারে না, নিজেও ১০০% কেন ১০% ও ভালো থাকতে জানে না,ইতিহাস তাই বলে,বাস্তবে ও তাই দেখছি!
কি নিয়ে এতো অহংকার বুঝিনা,,,
কিছুই তো আমার বলে নেই পৃথিবীতে!
ব্যবহার টা আসল পরিচয়।বিষাক্ত মানুষ থেকে দূরে থাকুন।
লেখা ও ছবি- মাহবুবা রাখী