মিষ্টি সুরে জানাই…গরম গরম কাচ্চি পেলেআমার মোটেই না নাই!
রোস্টে পোলাও মাখামাখি,কেউ কোরো না ডাকাডাকি,সবার ওপর সত্য শুধুপ্লেটের ওপর খানাই!…মিষ্টি সুরে জানাই!সঙ্গে পেলে রেশমি কাবাব,নিজের প্লেটে নিজেই নবাব,কিসের কষ্ট কিসের অভাব–চাই না আমার যা নাই!…মিষ্টি সুরে জানাই!চাইলে দাওয়াতএকটা মুখেও রা নাই!মনটারে কনকী দিয়া যে মানাই!ধরলে চেপেহায় রে ধানাই পানাই–ইচ্ছা করে কিলঘুষিতেআচ্ছামতো বানাই!…মিষ্টি সুরে জানাই!দাওয়াত দিতেসত্যি কারো গা নাই!এরচে ভালোঘুরতে যাওয়া ঘানাই,পারলে টিকেটআজকে কিনে আনাই,নইলে যামু হাঁইট্যা–(আমার পা নাই?)মিষ্টি সুরে জানাই…সবার আছে খুব রাগ-জেদ–আমার কিন্তু তা নাই,দাওয়াত ছাড়াই তোমার বাড়িকালকে দিমু হানাই,টেবিলভর্তি সবটি খাবারকরমু ফানা ফানাই!লাগলে করুম হাতাহাতি,না হয় যামু থানাই!…মিষ্টি সুরে জানাই!–দাওয়াত তুমি করবা নি?–আইস্যা গেছে কোরবানি!–কাচ্চি-সালাদ-বোরহানি–মুখের সামনে ধরবা নি?–খানার সাথে দাও সালামি,তাতেও আমার না নাই!মিষ্টি করেই জানাই…
বাজল ঈদের সানাই!সবাইকে তাই মিষ্টি করেঈদ মোবারক জানাই!
ছড়া – মৃদুল আহমেদ