ভোটকেন্দ্রে প্রকাশ্যে কাউন্সিলরের কর্মীর পিস্তল উঁচিয়ে গুলি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনের ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার সময় একজনকে প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে ধাওয়া করতে দেখা যায়।
রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে খুলশীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন।সংঘর্ষের সময় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন—শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলম ও নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থকদের মধ্যে সংঘাতের একপর্যায়ে শামীম আজাদ ওরফে ব্লেক শামীম প্রকাশ্যে হাতে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়েন। তিনি স্থানীয় কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর কর্মী।
নগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। আশা করি, পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা যাবে।
সূত্রঃ ইত্তেফাক
Aninda, Sub-Editor