“ভালবাসি”
— নাসরিন রুনা–
আমি ভালবাসি তাই,
দমকা হাওয়া হয়ে তোমাকেই ছুঁয়ে যাই।
আমি যেতে যেতে তোমার চুল উড়াই,
মন ভরাই,চোখের তারায় স্বপ্ন দিয়ে যাই।
আমি কারণে অকারণে তোমাকে ছুঁতে চাই।
আমি ভালবাসি তাই
এলোমেলো ভাবনায়,
আমার খোলা জানালায় তোমাকেই চাই।
আমার আর কিচ্ছু চাওয়ার নেই,
আমার স্বপ্ন, কল্পকথায় তোমাকেই যেন পাই!
Aninda, Sub-Editor