ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে আটক হয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, আজ দুপুরের দিকে ভিআইপি লাউঞ্জে অবস্থান করার সময় বিমানবন্দরের কিছু সাধারণ কর্মী পলককে দেখতে পান এবং আটকে রাখেন।

এ সময় বিমানবন্দর কর্মীদের সঙ্গে সাবেক প্রতিমন্ত্রীর কথা কাটাকাটির ঘটনাও ঘটে। পরে সরকারের একটি বাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

সূত্রঃ বণিক বার্তা