Site icon Enewsup

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণের সময় পুলিশের গুলিতে মো. নয়ন নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত নয়ন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর শিবপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে। তিনি সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

জেলা ছাত্রদলের আহ্বায়ক ফুজায়েল চৌধুরী জানান, আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে শান্তিপূর্ণভাবে মিছিল করে লিফলেট বিতরণ করছিলেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ গুলি করলে নয়নের পেটে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের হামলায় দলের আরও ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

স্থানীয়রা জানান, কুমিল্লায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে শনিবার বিকালে মোল্লাবাড়ি এলাকায় বিএনপি নেতা সাইদুজ্জামান কামালের বাড়িতে প্রস্তুতি সভা করে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। সভা শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে রাস্তায় লিফলেট বিতরণ করার সময় পুলিশ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালায়। এতে ছাত্রদল নেতা নয়ন পেটে গুলিবিদ্ধ হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, ‘মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ফাঁকা গুলি চালায়। তবে নয়ন কীভাবে গুলিবিদ্ধ হয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ

Exit mobile version