Select Page

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান।

সোমবার রাত ১১ টায় তিনি যুগান্তরকে বলেন, উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারিতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে রাত ১০ থেকে অভিযান শুরু হয়।

About The Author