বিএনপির ঢাকায় মহাসমাবেশের একদিন আগে গ্রেপ্তার ৪৭৩ জন নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মহানগর ও জেলার বিভিন্ন থানা থেকে আটককৃত এসব নেতাকর্মীকে বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া, চারজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিন ঢাকার মহানগর এলাকার ৪১টি থানায় পুরনো বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৩৬৮ জন এবং চারটি থানা থেকে সন্দেহজনক হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ১৫৪ ধারায় ৯৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। এছাড়া, ঢাকা জেলার সাতটি থানা থেকে মোট ১৩ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এসব নেতাকর্মীর পক্ষে বিএনপিপন্থি আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে পুরনো বিভিন্ন রাজনৈতিক মামলায় রাজধানীর রমনায় তিনজন, শাহবাগে ১০ জন, ধানমণ্ডিতে ছয়জন, হাজারীবাগে দুজন, যাত্রাবাড়ীতে পাঁচজন, ডেমরায় আটজন, শ্যামপুরে ১০ জন, কদমতলীতে সাতজন, মতিঝিলে নয়জন, পল্টনে আটজন, রামপুরায় দুজন, সবুজবাগে একজন, তেজগাঁও, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চলে ১২ জন, পল্লবীতে ৩০ জন, কাফরুলে ৩৯ জন, মোহাম্মদপুরে ১৫ জন, আদাবরে দুজন, গুলশানে ১২ জন, বনানীতে ১৫ জন, বাড্ডায় ১৪ জন, ভাটারায় তিনজন, উত্তরখানে ছয়জন, উত্তরা পশ্চিমে দুজন, তুরাগে ১০ জন, কোতয়ালীতে দুজন, বংশালে নয়জন, লালবাগে নয়জন, চকবাজারে একজন, কামরাঙ্গীরচরে ১৫ জন, কলাবাগানে ছয়জন, নিউমার্কেটে একজন, দারুস সালামে ৫৭ জন, খিলগাঁওয়ে সাতজন, ক্যান্টনমেন্টে তিনজন, খিলক্ষেতে তিনজন, সূত্রাপুরে ১৫ জন এবং গেন্ডারিয়ায় দুজন, ওয়ারী থানায় গ্রেপ্তার হওয়া সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ১৫৪ ধারায় সন্দেহজন হিসেবে ৯৬ জনকে আদালতে পাঠানো হয়। যার মধ্যে রাজধানীর পল্টনে ৪৩ জন, বংশালে ১৮ জন, কোতয়ালীতে ২৫ জন ও ধানমন্ডি থানা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে যাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তবে রাজধানীর শাহজাহানপুর, রূপনগর, ভাষানটেক, মিরপুর মডেল, শেরে বাংলা নগর, বিমানবন্দর, দক্ষিণখান, উত্তরা পূর্ব, শাহ আলী ও মুগদা থানায় বিএনপির কোনো নেতাকর্মী গ্রেপ্তার হয়নি।

মহানগর এলাকার বাইরে ঢাকা জেলার সাতটি থানা থেকে মোট ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। যার মধ্যে চারজনকে একদিন করে রিমান্ড ও বাকি নয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্রঃ ভোরের কাগজ