বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, ঢাকা ১৫ আসনের এমপি পদপ্রার্থী মোঃ তারিকুল আলম তেনজিং ও ১৬ নং ওয়ার্ডে শিমুল হোসেন ফারুক এর কাউন্সিলর প্রার্থীর প্রচারনা সম্বলিত লিফলেট বিলি ও গণমিছিল এর আয়োজন করা হয়।
গতকাল ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ সোমবার রাজধানী ঢাকার ১৬ নং ওয়ার্ডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দপ্তরের সংযুক্ত মোঃ তারিকুল আলম তেনজিং এর নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ১৩ জুলাই ২০২৩ ইং তারিখে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়।
সকাল থেকে ১৬ নং ওয়ার্ডের কাফরুল ও ইব্রাহীমপুরের পদযাত্রার মাধ্যমে জনগণের সান্নিধ্যে গিয়ে ১৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও কাউন্সিল পদপ্রার্থী মোঃ শিমুল হোসেন ফারুক এর সৌজন্যে লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন-
এ এফ এম খালেদ, সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি
নাজমা আক্তার,আহবায় কাফরুল থানা মহিলা দল
শফিকুর রহমান পল্টু, সহ-সভাপতি ১৬ নং ওয়ার্ড বিএনপি
মোহাম্মদ মোক্তার হোসেন, সহ-সভাপতি বিএনপি
শেখ ফরিদ সভাপতি ১৬ নং ওয়ার্ড বিএনপি
মুক্তাদের ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ১৬ ওয়ার্ড বিএনপি
মোঃ শাহিন খান, ভারপ্রাপ্ত আহবায়ক কাফরুল থানা যুবদল
নজরুল ইসলাম টুটুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাফরুল থানা যুবদল
মোঃ সুমন হোসেন, সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল কাফরুল থানা
শফিকুর ইসলাম ভূঁইয়া রুবেল,সদস্য সচিব শ্রমিক দল কাফরুল থানা
মোঃ মাসুম ভূঁইয়া,১৬ নং ওয়ার্ড বিএনপি নেতা
লাবণ, কাফরুল থানা ছাত্রদল নেতা
পলি আক্তার,সদস্য সচিব ১৬ নং ওয়ার্ড মহিলা দল
মোঃ আসলাম, সদস্য সচিব ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল
মোঃ শামীম, আহবায়ক ১৬ নং ওয়ার্ড শ্রমিক দল
গণমিছিল শেষে বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য এ এফ এম খালেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন-
“এই গণমিছিলের মাধ্যমে আগামীতে আমাদের রাজনৈতিক উদ্দেশ্য ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে তারেক জিয়ার স্বপ্ন ও বাংলাদেশের উন্নয়ন গঠাতে হবে। দলে শৃঙ্খলা বজায় রাখতে হবে, বিশৃঙ্খল হলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
তিনি আরো বলেন দল যাকে মনোনয়ন করবে আমরা তার পক্ষে কাজ করবো। দল যদি শিমুল হোসেন ফারুককে কাউন্সিলর সমর্থন করে তাহলে তার পক্ষে সবাই মিলে কাজ করবো। আর দলে কেউ যদি অবৈধ কাজ করার চেষ্টা করে তাহলে দল থেকে বহিস্কার ও ভয়াবহ শাস্তি প্রদান করা হবে।এটি তারেক জিয়ার কঠোর নিদের্শ।”
১৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও কাউন্সিল পদপ্রার্থী মোঃ শিমুল হোসেন ফারুক তার বক্তব্যে বলেন-
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে পাড়া-মহল্লায় সবাই এক হয়ে মানুষের দোরগড়ায় পৌছে দিবো।”
আরো যারা বক্তব্য রাখেন তারা হলেন- কাফরুল থানা শ্রমিক দল এর সদস্য সচিব শফিকুল ইসলাম ভূইয়া রুবেল, কাফরুল থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টুটুল।
এই গণমিছিল ও লিফলেট বিতরণে আরো উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।