সাংবাদিক শাহজাদা রনির বাবা মোঃ আবু হানিফ বিশ্বাস (৫৬) পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

আক্রান্তের মাত্রা বর্তমানে ২য় ধাপে রয়েছে। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।

এমতাবস্থায় সাংবাদিক শাহজাদা রনি দৈনিক অভিযোগ বার্তা কে বলেন, আমি আমার পরিবারের একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তি। বাবাকে উন্নত চিকিৎসা সেবা করা আমার পক্ষে সম্ভব নয়,তাছাড়া আমার পরিবারে এমন আর কেউ নেই যে, আমার বাবা কে উন্নত চিকিৎসা সেবা প্রদানে আর্থিক ভাবে সহযোগিতা করতে পারে, আমার বাবার উন্নত চিকিৎসার জন্য দেশবাসীর নিকট আকুল আবেদন করছি,আপনারা আমাকে একটু সাহায্য সহোযোগিতা ও দান করলে, আল্লাহ চাইলে হয়তো বাবাকে সুস্থ করে তুলতে পারবো।

প্রিয় দেশবাসী আপনাদের কাছে সবিনয় নিবেদন আমার বাবার জন্য সবাই দো’য়া করবেন এবং সকল কে সকলের অবস্থান থেকে সাধ্য মতো আমার বাবার পাশে ও আমার অসহায় পরিবারের পাশে দাড়ানোর আকুল আবেদন করছে।শাহজাদা রনির বাবা বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল মহাখালী, ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

উল্লেখ্য জনাব শাহাজাদা রনি দৈনিক অভিযোগ বার্তার গাজীপুর জেলার সিনিয়র করসপনডেন্ট হিসাবে অনেক দিন ধরে কর্মরত আছেন।

সূত্রঃ অভিযোগ বার্তা