বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে প্রতিষ্ঠার দুই বছরেই সাফল্যের সব সূচকের শীর্ষে থাকা এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
০৬ মে ২০২৩ শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আনন্দঘন পরিবেশে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর জমকালো এই আয়োজন সম্পন্ন হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারী।
২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে গেষ্ট অফ অনার ছিলেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ।
বিশেষ অতিথি ছিলেন (বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সদস্য (লাইফ) জনাব কামরুল হাসান।
অনুষ্ঠানে অতিথিগণ তাদের বক্তব্যে এনআরবির সাফল্য, আগামীর ভাবনা ও বীমা শিল্প নিয়ে নানা সম্ভাবনার কথা তুলে ধরেন।
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ বলেন বর্তমানে স্বচ্ছতা,উন্নত গ্রাহক সেবা এবং বিশ্বস্তার কারণে অতি অল্প সময়ে এনআরবি মানুষের আস্থায় পরিণত হয়েছে।
তিনি আরো বলেন-
বাংলাদেশী জীবন বীমা কোম্পানীর মধ্যে একমাত্র এনআরবি সারা বিশ্বে বীমা সেবা দেয়ার অনুমতি পেয়েছেন। এনআরবি খুব শীঘ্রই ইউরোপ এর বিভিন্ন দেশ সহ আমেরিকা ও কানাডাতে তাদের শাখা উদ্বোধন করবে। সারা বিশ্বে বাংলাদেশী কোম্পানী হিসেবে এনআরবি এক ইতিহাস রচনা করবে। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান।
৫ম প্রজন্মের এই জীবন বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার তার বক্তব্যে কোম্পানীর কার্যক্রম তুলে ধরেন এবং এনআরবি কোন রকমের দূর্নীতি বা অসৎ উদ্দেশ্যে কখনোই পরিচালিত হবে না। গ্রাহকের আমানত দ্রুত সময়ে পরিশোধ করতে এনআরবি বদ্ধ পরিকর।
এছাড়াও বর্ষপূর্তি অনুষ্ঠানে কোম্পানির পরিচালনা পষর্দের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।
— নিউজ ডেস্ক
Aninda, Sub-Editor