শুনছ কি?
আবার বাজছে এক করুন বাঁশির সুর
লোকালয় ছেড়ে অনেক দুরে
নির্জন কোন এক
গাঁয়ের কোল ঘেষে পাখিদের নীড়ে

শান্ত মনে
পাহাড়ি ফুলেরা অপেক্ষায়
কোন এক দেবদূতের
কখন আসবে শুভ্রতার ছোঁয়ায় শান্তির পায়রা?
শহরের নিয়ন আলোয়

আর হাসে না কোন মায়াবী চোখ
তাইতো গভীর রজনী মায়ায়
জড়িয়েছে বিষন্ন ঠোঁট।

শুনছ কি?
কান পেতে শুনো
এই নগরীর চকচকে শত বধির মুখ।

কবি – শাহিনা আক্তার