বগুড়ার মোকামতলায় গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৫ জুন) বিকাল ৫টার দিকে শিবগঞ্জের মোকামতলার জয়পুরপাড়া রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় ও ইঁট নিক্ষেপে ২টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
মোকামতলায় রোডমার্চ শেষে ফেরার পথে গাড়িবহরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আইয়ুব আলী, ওসমান গনী, শরীফ উদ্দিন শওকতসহ ৬ জন আহত হয়েছেন।
শিবগঞ্জ উপজেলার নাগরিক ঐক্যর আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ অভিযোগ করে বলেন, সোমবার বিকাল ৫টার দিকে বগুড়ার শিবগঞ্জের মোকামতলার জয়পুরপাড়া রাস্তার মোড়ে সরকারের পদত্যাগ, অন্তবর্তীনকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে জনসভার আয়োজন করা হয়।
শান্তিপূর্ণ জনসভা শেষে সন্ধ্যার পর ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা রোডমার্চে অংশ নিতে ঢাকা থেকে আসা নেতাদের গাড়ি বহরে হামলা চালায়। এই সময় দুটি গাড়ি ভাঙচুর করা হয়।
হামলায় আহতরা জানান, আওয়ামী লীগ নেতা কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করে এবং ইঁট পাটকেল নিক্ষেপ করে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব সবুজ বলেন, গণতন্ত্র মঞ্চের গাড়িবহরে হামলার ঘটনা সঠিক নয়। বরং তারাই কথিত জনসমাবেশের নামে দেশবিরোধী সব কথা বলেছে। এটা শুনে স্থানীয় কিছু মানুষ তাদের দিকে তেড়ে গিয়েছিল।
এদিকে সোমবার রাত সাড়ে ৮টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার পথে হামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, হামলায় ওসমান গনি, আইউব আলু, মনসুর রহমান, পাভেলসহ অন্তত ছয় জন আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সংবাদ সন্মেলনে আরও ঘটনার বিবরণ দেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড, হাসনাত কাউয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী ও জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল বারী দীপন।
এর আগে শিবগঞ্জের মোকামতলা জয়পুরপাড়া রাস্তার মোড়ে গণতন্ত্র মঞ্চ ঢাকা-দিনাজপুর রোডমার্চের অংশ হিসেবে এক জনসভার আয়োজন করে। সভায় শিবগঞ্জ উপজেলার নাগরিক ঐক্যর সদস্য সচিব আব্দুল বাছেদের সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকার আমাদের এই দেশের নাগরিক ভাবে না। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে গুণ্ডা বাহিনী বানিয়েছে। তাদের নিজস্ব গুণ্ডা বাহিনী দিয়ে সবখানে আমাদের সমাবেশে বাধা দিচ্ছে। উনাদের জমিদারি আর বেশিদিন থাকবে না। দ্রুত সময়েই তাদের জমিদারি শেষ হয়ে যাবে।
অচিরেই জনগণের আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে। দেশের টাকা বিদেশে পাচার করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে এই সরকার। সরকার বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে ৫০ হাজার কোটি টাকা বাজারে ছেড়েছে। এর ফলে দেশের অর্থনীতিতে আরও বেশি বিরূপ প্রভাব পড়েছে।
উল্লেখ্য, অস্থায়ী সরকারের অধিনে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে ঢাকা-দিনাজপুর রোড মার্চের কর্মসূচির অংশ হিসেবে সোমবার এই জনসভা অনুষ্ঠিত হয়।
সূত্রঃ ইত্তেফাক
Aninda, Sub-Editor