Select Page

ফরিদপুরে মাইক্রোবাস বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

ফরিদপুরে মাইক্রোবাস বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে ঢাকাগামী একটি মাইক্রোবাসে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে ৭ যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন নারী, ২ জন শিশু ও ২ জন পুরুষ ছিলেন।

এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

শনিবার (২৪ জুন) বেলা ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেলে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

এছাড়া গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

About The Author

অনিন্দ্য

Aninda, Sub-Editor