আজ শুক্রবার থেকে টঙ্গীতে শুরু হয়েছে প্রথম পর্বের তিনদিনের বিশ্ব ইজতেমা। বিশ্ব মুসলিমদের মিলনমেলা। হযরত ইলিয়াসের (রহ.) প্রবর্তিত দাওয়াতে তাবলিগি সাথীদের বার্ষিক সম্মেলন।
তাবলিগের কাজকে গতিশীল ও ইসলামের বাণী বিশ্বমানসে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয় বিশ্ব ইজতেমার। যেখানে শতাধিক দেশের মানুষ অংশ নিয়ে থাকেন।
এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ২ জানুয়ারি শুক্রবার শুরু হওয়ার কথা থাকলেও দুই দিন আগেই মুসল্লি জমায়েত হয়েছেন। তাই শুরু হয়েছে সভাপতিবিহীন বড় এই জমায়েতের আনুষ্ঠানিকতা। ইজতেমার আনুষ্ঠানিকতার বড় অংশ হলো বয়ান।
শুক্রবার এই ময়দানে দেশের সর্ববৃহৎ জামার নামাজ আদায় করা হবে। এই নামাজে ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
এদিন ফজরের পর মাঠে আম-বয়ান করেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। এরই মধ্যে সকাল ১০টায় বয়ান শুরু করেছেন পাকিস্তানের আরেক মাওলানা জিয়াউল হক। জুমার পর মাঠের মূলমঞ্চ থেকে বয়ান করবেন জর্ডানের মাওলানা ওমর খতিব। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা হাফেজ জুবায়ের ও বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।প্রতিটি মূল বয়ান মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে।
সূত্রঃ ইত্তেফাক
Aninda, Sub-Editor