রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত পল্লীমা সংসদের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সংখ্যা ৮৭।
৫জুলাই ২০২৪, পল্লীমা সংসদের নতুন কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে ২০২৪-২০২৬ (জুলাই-জুন) বছরের কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
নতুন কমিটিতে আনিসুর রহমানকে সভাপতি এবং আলী হায়দারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হন মোহাম্মদ আলী। উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন।
নতুন সভাপতি আনিসুর রহমান বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব।”
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে পল্লীমা সংসদ সাংস্কৃতিক,শিক্ষা,নারীদের প্রশিক্ষণ, সবুজায়ন সহ নানা প্রকল্পের মাধ্যমে সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সূত্রঃ দি ডেইলী পোস্ট