এবারের অমর একুশে বইমেলায় আসছে কবি, গল্পকার নাসরিন রুনার নতুন বই “ভোরের আলোয় স্বপ্ন খুজিঁ”।

নাসরিন রুনার “ভোরের আলোয় স্বপ্ন খুজিঁ” বইটি আগামী ১০ফেব্রুয়ারী থেকে বইমেলায় পাওয়া যাবে। এটি তার দ্বিতীয় গল্প গ্রন্থ। তার প্রথম গল্পগ্রন্থ ছিলো ”অসম প্রেম” যা বেশ পাঠক নন্দিত হয়েছিলো।

নাসরিন রুনা

 

“ভোরের আলোয় স্বপ্ন খুজিঁ” গল্পগ্রন্থটিও পাঠকের মনে জায়গা করে নিবে এই আশা ব্যাক্ত করেন কবি, গল্পকার নাসরিন রুনা।

“ভোরের আলোয় স্বপ্ন খুজিঁ” আমাদের নাগরিক জীবনের বিভিন্ন গল্পের সাথে গ্রামীণ কুসংস্কার, শালিশী প্রথা, ও নিরেট প্রেমের ছোট ছোট গল্প নিয়েই সাজানো হয়েছে। তাই তিনি আশাবাদী এই গল্পগ্রন্থটি পাঠকের ভালো লাগবে।

এক নজরে:
ভোরের আলোয় স্বপ্ন খুঁজি 
ধরন: ছোটোগল্প 
গল্পকার: নাসরিন রুনা
প্রকাশক: এবং মানুষ প্রকাশনী 
প্রচ্ছদ: চারু পিন্টু
ISBN: 978-984-97507-0-3
পাওয়া যাবে একুশে বইমেলা
২০২৩ সোহরাওয়ার্দী উদ্যানে
১৮৩ নম্বর স্টলে। 
এবং মানুষ প্রকাশনী।